কালের খবরঃ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে জেলা প্রশাসকরে কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অফিস এ অবহিতকরণ সভার আয়োজন করে। ৭ জুলাই থেকে শুরু হওয়া শুমারি চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ মাহাবুব আলম মূল বক্তব্য উপস্থাপন করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জিপি এ্যাড.দেলোয়ার হোসেন সরদার, গোপালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলাম সোহেল সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও গলমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সকলকে অর্থনৈতিক শুমারিতে তথ্য প্রদানের জন্য আহবান জানানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply