কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে উত্থাপিত দূর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে মানববন্ধন করেছে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই শতাধিক কর্মকর্তা কর্মচারীরা ।শনিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সামনের সড়কে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধন চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম মোল্লা, মেডিকেল অফিসার ডাঃ প্রভাস মন্ডল, হিসাব রক্ষণ কর্মকর্তা ঝর্ণা আক্তার, ভান্ডার রক্ষক কামরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক টুকু বিশ্বাস, সেবিকা সংগীতা বাড়ৈ, সিএইচসিপি কর্মকর্তা পবিত্র বিশ^াস, স্বাস্থ্যকর্মী মাহাবুব হাসান ও বিনয় জয়ধর বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে কোটালীপাড়া উপজেলার কয়েকজন স্বাস্থ্য সহকারী মিথ্যা ও ভিত্তিহীন দূর্নীতির অভিযোগ এনে গত ৬জুলাই সংবাদ সম্মেলন করেছেন। তাদের সকল অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা ওই সংবাদ সম্মেলনের মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাচ্ছি। তারই অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।
বক্তারা আরও বলেন, ডাঃ নন্দা সেন গুপ্ত কয়েক মাস আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বভার গ্রহন করেন। দায়িত্বভার গ্রহণের পরে থেকে তিনি কয়েকজন দুষ্ট প্রকৃতির কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এসব কর্মচারীরা ডাঃ নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
এর আগে গত (৬জুলাই) অফিস চলাকালিন সময়ে অফিসের কার্যক্রম বন্ধ রেখে উপজেলার বিভিন্ন ক্লিনিকের কয়েকজন স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচ তলায় ডাঃ নন্দা সেনের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন টুপুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্ত সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এখানে দায়িত্বভার গ্রহনের পরে দায়িত্বে অবহেলার কারনে কয়েকজন দুষ্ট প্রকৃতির কর্মচারির বিরুদ্ধে অফিসিয়ালি পদক্ষেপ গ্রহণ করি। তারা অন্য আরো কয়েকজনকে সাথে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply