কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর আমির হোসন লিটনের (৪৫) মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘাঘাধলইতলা এলাকার মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম আরিফুল হক জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদিতে ঢাকা থেকে গত কয়েকদিন আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে কলসি ফুকরা গ্রামে বেড়াতে আসেন আমির হোসন লিটন।
গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন তিনি। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসে ৫ সদস্যের একটি ডুবুরী দল নদীতে তল্লাশী করে তার কোন সন্ধান পাননি। পরে শনিবার সকালে সদর উপজেলার ঘাঘাধলইতলা এলাকার মধুমতি নদীতে আমির হোসনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে। নিখোঁজ আমির হোসন লিটন রাজধানী ঢাকার কদমতলি থানার রায়েরবাগ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকার একটি গ্যাস ওয়ারিং কোম্পানীতে চাকুরী করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply